Home / Others / হে নারী! আর কত উদাহরণ দিলে তুমি বলবে পুরুষ তোমাকে ভালবাসেনি !?

হে নারী! আর কত উদাহরণ দিলে তুমি বলবে পুরুষ তোমাকে ভালবাসেনি !?

নারী তুমি কি ভুলে গেছ!! রাজা নেবুচাঁদের কথা, যে তার স্ত্রীর মনোরঞ্জের জন্য ৩০০ মিটার উচুঁ ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরী করেছিল যাহা এখনো প্রাচীন যুগের সপ্তাচার্য,
.
নারী তুমি কি ভুলে গেছ!! রাজা অষ্টম এডওয়ার্ডের কথা!! সিম্পসন নাম্নী এক সাধারণ মহিলার প্রেমে পড়ে ইংল্যান্ডের সিংহাসন ছেড়ে দেওয়ার গল্প….?
.
নারী তুমি কি ভুলে গেছ!! সম্রাট শাহজাহানের মার্বেল পাথরের তাজমহলের কথা!?
.
নারী তুমি কি ভুলে গেছ!!!
.
চন্ডীদাশ রজকীনির জন্য টানা বার বছর বড়শী বাওয়ার কাহিনী?
.
রাধার নিমিত্তে কৃঞ্চের বাশীর সুর?
.
লাইলির বাবা সাথে মজনুর যুদ্ধে জয়?
.
জুলিয়টের জন্য রোমিওর আর্তনাদ?
.
নর্তকী আনারকলির প্রেমে সম্রাট আকবরের ছেলে শাহজাদা সেলিমের কথা?
.
প্যারিস-হেলেনের প্রেমে পুড়ে ছাই হয়ে যাওয়া ট্রয় নগরীর গল্প?
.
ওডিসিয়াসের স্ত্রীর
প্রতি বিশ্বস্ত থেকে ফিরিয়ে দেওয়া
দেবীর প্রেম নিবেদন?
.
ক্লিওপেট্রো’র মিথ্যে মৃত্যু সংবাদে এন্টোনির নিজেই নিজেকে চুরিকাঘাতে মৃত্যু?
.
অথবা,
ল্যাঞ্ছলট অ্যান্ড গুইনেভারা,
ট্রিস্টান অ্যান্ড অ্যাইসোলেইড,
অরফিয়াস অ্যান্ড ইরিডাইস,
নেপোলিয়ন অ্যান্ড জোসেপাইন,
ওডিসিয়াস অ্যান্ড পেনেলোপ,
পাউলো অ্যান্ড ফ্রান্সেসকা,
স্কারলেট ও’হারা অ্যান্ড রেথ বাটলার,
জেইন আয়ার অ্যান্ড এডওয়ার্ড রজেস্টার,
লুইস অ্যান্ড বেলার্ড,
রামোস অ্যান্ড থিইবী,
ডার্সি অ্যান্ড এলিজাবেথ,
পকাহন্টাস অ্যান্ড জন স্মীথের প্রেমময় কাহিনী?
.
আর কত উদাহরণ দিলে তুমি বলবে পুরুষ তোমাকে কখনো ভালবাসেনি?

About Abdur Rob Sharif

Check Also

দ্রুত রেজাল্ট দেখুন যেকোন পরীক্ষার। সার্ভার অফ হলেও দেখতে পারবেন।

আসসালামুয়ালাইকুম। আমাদের এই পদ্ধতিতে দ্রুত পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আমরা ২ টা পদ্ধতি দিচ্ছি আপনাদের। ...

আমরা কি বিবেকসম্পন্ন ?

আরমান স্যারের একটি কথা মাথায় ঘুরছে, “যে খেলে সে খেলোয়ার, যে জানে সে জানোয়ার ৷” ...

জানা অজানা

কিছু মজার ঘটনাঃ ১) গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না । অর্ধেকটা লেবু ...

ডোমেইন কী? আসুন এর বিস্তারিত জেনে নিই।

ডোমেইন কী? এটা কী কাজে লাগে, অবশ্যই এটা একদম নতুনদের জন্য, যারা জানেন না, তাদের ...

কিছুটা রম্যঃ আইইলস্সা !

আমার আম্মু চা’য়ে চিনি বেশী দেয় তাই আমি এক ধরনের মিষ্টি বিস্কুট রেখেছি পাশে যে ...

2 comments

  1. সুন্দর বলেছেন ৷

  2. নারী মানেই স্মৃতিভ্রষ্ট

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GET NOTIFICATIONS