Most Recent Post

আমরা কি বিবেকসম্পন্ন ?

আরমান স্যারের একটি কথা মাথায় ঘুরছে,
“যে খেলে সে খেলোয়ার,
যে জানে সে জানোয়ার ৷”
.
বাংলাদেশের চল্লিশ শতাংশ মানুষ যাদের দৈনিক আয় ১০০ টাকার নিচে
.
একজন ডাক্তারের ভিজিট তিনশ/পাঁচশ টাকা, আপনার পকেটে টাকা থাকুক না থাকুক আপনাকে ডাক্তারের কাছে যেতে হবেই, কারণ সে জানে !
.
একটা যুক্তি দাঁড় করাবেন অনেকে
.
ডাক্তার কি এমনে এমনে হয়েছে, এত্তগুলো পড়াশোনা, ডিগ্রী, সাধনা, অধ্যবসায়, পরিশ্রম করে সে ডাক্তার হয়েছে, এতো ফি নিবে না কেনু? কিছু কমু না !
.
বাম হাত ফুলে ছিল টিউমারে, নাড়াতে পারতাম না, ডাক্তার তিনশত টাকা ফি নিলো একটা ইনজেক্সন দিয়ে টেনে বের করলো ছোট টিউমার থেকে কিছু লিকুইড খরচ বেড়ে দাড়ালো আরো একশ পঞ্চাশ টাকা আর ঔষুধসহ আটশ পঞ্চাশ টাকা বিল হলো
.
আমি যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি, পাশে লুঙ্গি পরিধান করা লোকটি গত একবছরে একটি লুঙ্গি কিনেছে কি না সন্দেহ সে এমন একটি পবলেম নিয়ে গিয়েছিল আমার কাছে তিনশ টাকা ভিজিট শুনে কি মনে করে বের হয়ে গেলো
.
লোকটি হয়তো ভাবছে পকেটে যা আছে তা দিয়ে প্রিয় সন্তানের জন্য একটি রং পেন্সিল বক্স নিয়ে যেতে হবে মেয়েটি অনেক দিন ধরে বায়না ধরে আছে
.
আমার পাশে আরো একটি পরিচিত মহিলা ছিল, এক সময় যার বাসায় আমি টিউশনি করতাম, সবজি বিক্রী করে পরিবার চলে ডাক্তার ফি তিনশ সহ তার বিল এলো পাঁচশ অট্টাশি টাকা, রোগ মাথা ধরা, কলমের খোঁচা দিয়ে তিন পাতা ঔষুধ লিখে দিলো, মহিলাটি টাকা বের করার সময় দেখলাম ‘মন খারাপ ৷’
.
ওরা গরীব মানুষ ফার্মেসি ওদের শেষ ভরসা, মেডিকেল গেলে ওদের আরো দ্বিগুণ মাসুল দিতে হবে ঐ হিসেবে ডাক্তারকে আমি ধন্যবাদ দিতে ভুলবো না !
.
ছেলের বাবা খুব ভালো মানুষ, যৌতুক নিবে ! কোন রকমে বলতে পারছে না ৷ শেষে বললো ‘ছেলে বিএ করে বিয়ে করতে এসেছে, পড়ালেখা করতে গিয়ে অনেক খরচ হয়েছে, সোনার দামে সোনার টুকরো ছেলেটি কিনতে হবে ৷’
.
মেয়েটির বাবা কি করেছে সে প্রশ্নটি সবাই এড়িয়ে গেলো,
-কলিজার ধন মেয়েটিকে আদর করে বড় করেছে ৷
-অনার্স পাশ করিয়েছে, তাকে দেখেশুনে রেখেছে
-ঘর আলো করে রাখা মেয়েটিকে বিয়ে দিবে বলে বুকটা চ্যাত করে উঠেছে
-একমাত্র জায়গাটি বিক্রি করে দিয়েছে সেদিন
-একটি মাত্র সঞ্চয় ছিল কিছু লাভে ভেঙ্গে ফেলেছে
-অবশেষে মেয়েটিকে চোখের জলে অন্যের ঘরে দান করে দিয়েছে
.
আমি কিচ্ছু বুজি না ! কিচ্ছু বুজতে চাই না ৷ সংস্কৃতির জাল ছিঁড়ে আমি জানি তেমন কেউ বের হতে পারবে না ৷ শুধু বলবো, আমরা কি বিবেকসম্পন্ন?

Check Also

Watch “Amar Mondo Shovab Jeneo Tumi Bari Siddiqui Asian tv live song” on YouTube

Watch “Chirkutt with Nusraat Faria | NIranondo | নিরানন্দ | BTV Eid Band Show 2014 | Original” on YouTube

আনন্দ কয় নিরানন্দ তুমি বড় সুখী তোমার অসুখ হইলে পরেও কেউ বলেনা দু:খী

Zuha World Open Competition

are you ready for zuha world open competition? we are ready to arrange competition for ...

দ্রুত রেজাল্ট দেখুন যেকোন পরীক্ষার। সার্ভার অফ হলেও দেখতে পারবেন।

আসসালামুয়ালাইকুম। আমাদের এই পদ্ধতিতে দ্রুত পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আমরা ২ টা পদ্ধতি দিচ্ছি আপনাদের। ...

জানা অজানা

কিছু মজার ঘটনাঃ ১) গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না । অর্ধেকটা লেবু ...

3 comments

  1. It’s the best time to make a few plans for the future and it is time to
    be happy. I’ve read this publish and if I may just I want to recommend you
    few attention-grabbing issues or suggestions. Maybe you could write subsequent articles referring to this article.
    I wish to learn more things approximately it!

  2. হ্যা, এবার তুই আমার বাক্যটির সঠিক অর্থ বেড় করেছিস। চারপাশে চোখ বুলিয়ে দেখ, শিক্ষার আলোতে গড়ে উঠা মানুষগুলো আজ মানুষত্বকে কোথায় নিয়ে গেছে।
    তুই একদিন আমাদের একটা পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলি। হয়তো ভেবেছিলি তোর সাথে তর্কে লিপ্ত হবো। কিন্তু সেটা না করে সারারাত তোর সাথে গল্প করলাম। তোকে ভাই বলে বুকে টেনে নিলাম।
    হয়তো সেদিন অবাক হয়েছিলি। আজ নিশ্চই বুঝতে পেরেছিস কেন সেদিন তোকে বুকে টেনে নিয়েছিলাম?
    কারন তোর মধ্যে আমার শেষ হয়ে যাওয়া তারুণ্যের উদ্দাম আমি সেদিন স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। just carry on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

M. Arman Uz Zuha's DEV Profile GET NOTIFICATIONS