
গল্পের নাম প্রচ্ছদ ছবি
গল্পের নাম: পাওয়ারমেন্টাল সিটির তিক্ততা
এখানে “গল্পের নাম” অংশটি একটি প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে।
পাওয়ারমেন্টাল সিটির তিক্ততা
বিশ্ব পরিভ্রমণ করতে গিয়ে সবুজে ঘেরা ছোট্ট গ্রহটিকে দেখে অনেকটা কৌতুহল বশে প্রিয় স্পেসভিক্টর!”জোহাওয়ার্ল্ড এর গতিপথ পরিবর্তন করে ল্যান্ডিং মুড করে দিলেন মানবাকৃতি হিউরোশিন “স্যার জোহান্স” আর্থগ্রাউন্ড এ পা রেখে চারপাশে চোখ বুলাতে গিয়ে গ্রহটির অপরূপ সৌন্দর্যরূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। হঠাত গ্রীন প্লানেট এর ফাক দিয়ে দেখতে পেলেন সেভারডোরটিকে। গায়ে লিখা, “পাওয়ারমেন্টাল সিটি”
এক পা’ দুই পা’ করে ধীরেধীরে এগিয়ে গেলেন নগর ফটক এর দিকে। বুঝতেও পারলেন না নিজ লাইভলাইফ এর সবচাইতে বড় তিক্ততার মুখোমুখি এবার হতে যাচ্ছেন… জন্ম দিতে যাচ্ছেন আরেকটি রোমাঞ্চ্যাকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী!!!
।
প্রিয় পাঠক-পাঠিকা,
অবশেষে অনিয়মিতভাবে প্রকাশিত হতে যাচ্ছে, জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে কল্পনার রাজ্যে হারিয়ে গিয়ে রুপকভাবে লিখা পাগল বুড়ো বি-জ্ঞানী স্যার জোহান্স এর লিখা বৈজ্ঞানিক কল্পকাহিনী,
“পাওয়ারমেন্টালসিটির তিক্ততা”
বুড়োর সাথে কল্পনার জগতে হারিয়ে যেতে চাইলে আমাদের সাথেই থাকুন।