Most Recent Post

বিবিধ

রোদের কিনারায় মন খারাপের দল ,
ফুঁপিয়ে উঠে হঠাত্ !
অজান্তেই আমারও মন খারাপ হয়
দল ভারি হয়ে গেছে ।

স্বচ্ছ শিশিরের দিকে তাকিয়ে
লাল চোখে ভ্রম ধরে ,
না ঠিকই
তোমাকে আর দরকার নাই ।

ঠিকঠাক প্রজন্ম ধরে এগিয়ে যাচ্ছে
প্রজন্মের দল
হঠাত্ বুকপকেট দীর্ঘনিঃশ্বাস ছাড়ে ,
কি যে হল !

মাস শেষে মাস শুরু হয় ,
আমার মধ্যবিত্ত নিঃশ্বাস শ্বাস নেয়,
চোখ ঘোলা হয়
লাল হয়
ঝিম ধরে ।।

তুমি যখন তুমি হও
আমি যখন তুমি হই ,
উদ্ভট কবিতা আছড়ে পড়ে ,
তুমি আবার কবিতা পড়ে আমার
অস্তিত্ব নিয়ে স্বপ্ন দেখ ,
আমরা আমরা হই ।

থাকুক ,
পৃথিবী সবার হোক
ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা ছড়িয়ে
যাক ডালে ডালে
জনে জনে !

Check Also

Poem Collection from M. Nahid

আত্ন দহন . মির্জা নাহিদ হোসেন। . প্রায়শ্চিতে রইল মন আমার… অনুতাপে রইল মন । ...

Poem Collections from M. Nahid

বিধাতা ও জনক জননী . গীতি কবিতা মির্জা নাহিদ হোসেন . স্বাক্ষী আছে চন্দ্র -তারা, ...

‘আমি তোমার স্বামী’

তন্ন তন্ন করে ছিন্ন করছি কবিতা যাহা ছিল দিয়ে দিলাম সবি তা তোমাকে’ই পিষে চলছি ...

মাটি খুড়ে বের হবে কাব্য ভালবাসার সহস্র গুণ বৃদ্ধি নিয়ে !

একসাথে এতো কদম ফেলেছি বলে কি একটি কদম ও অবশিষ্ট নেই, . হাজারো অশ্রু হারিয়ে ...

সত্যি কথা

সত্যি কথা বলতে পারি চলতে পারি একা, বলতে পারি অনেক কথা সোজা কিংবা বাঁকা। ভাবতে ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

M. Arman Uz Zuha's DEV Profile GET NOTIFICATIONS