Most Recent Post

মাটি খুড়ে বের হবে কাব্য ভালবাসার সহস্র গুণ বৃদ্ধি নিয়ে !

একসাথে এতো কদম ফেলেছি বলে কি একটি কদম ও অবশিষ্ট নেই,
.
হাজারো অশ্রু হারিয়ে গেছে বলে কি আজ সেই মন খারাপও নেই,
.
তবে নেই কেনো আজ ভালবাসার বিষ্পোরণ বোমার চিহ্ন ও নেই,
.
.
.
যে মাটিতে তার অস্তিত্বের বিনাশ সে ও আজ নেই, কেন নেই? সেই প্রশ্নের উওর ও নেই?
.
.
.
কে বলেছে নেই? প্রতিটি বিন্দু ভালবাসা আমি ফিরিয়ে দিবো সে পূর্ণ হোক সুদে-আসলে
.
আমাদের এতো বেশী ভালবাসা হবে একদিন পৃথিবীর আকাশ বাতাস পূর্ণ করে দিবো লালে নীলে
.
আমি তো নেই বলেছিলাম, তবে কেনো বলবো না, বলার জন্যই তো এসেছি তুমি শুনবে বলে
.
জানি একদিন দেয়ালের কাল্পনিক কান খুড়ে তুমি শুনবে ভাববে আবার ও আগের মত ভালবাসবে
.
সেদিন কোন এক সন্ধ্যা বেলায় মাটি খুড়ে তোমার ছায়া হয়ে থাকবো দেখো! তুমি আমায় রেখো মনে

Check Also

Poem Collection from M. Nahid

আত্ন দহন . মির্জা নাহিদ হোসেন। . প্রায়শ্চিতে রইল মন আমার… অনুতাপে রইল মন । ...

Poem Collections from M. Nahid

বিধাতা ও জনক জননী . গীতি কবিতা মির্জা নাহিদ হোসেন . স্বাক্ষী আছে চন্দ্র -তারা, ...

‘আমি তোমার স্বামী’

তন্ন তন্ন করে ছিন্ন করছি কবিতা যাহা ছিল দিয়ে দিলাম সবি তা তোমাকে’ই পিষে চলছি ...

সত্যি কথা

সত্যি কথা বলতে পারি চলতে পারি একা, বলতে পারি অনেক কথা সোজা কিংবা বাঁকা। ভাবতে ...

বিবিধ

রোদের কিনারায় মন খারাপের দল , ফুঁপিয়ে উঠে হঠাত্ ! অজান্তেই আমারও মন খারাপ হয় ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

M. Arman Uz Zuha's DEV Profile GET NOTIFICATIONS