হে হে হে সত্যি তুই লাকি, সাতমাসের সেলারি ইউটিলাইজ করার পরেও তোর কাছে আরো পাঁচশ টাকা আছে!!! আমি বরং অবাক হয়ে যাচ্ছি, যেই ব্যাক্তি ওই সাত মাসের মায়েনা জুটাতে পারেনি সে কিভাবে চলছে!! খুব ইচ্ছে হচ্ছে তার স্টাটাস টা দেখার….. গত ১৮ টা বছর কোটিকোটি টাকা ইনকাম করলাম। বিয়াল্লিশ তম গৃষ্মপূর্তি শেষে উদীয়মান ওই সূর্য টার দিকে তাকিয়ে ভাবছি দুই সন্তানের জন্য এক টুকরো জমি আজো কিনতে পারলাম না। সূর্যাস্তে আমার দুই সন্তানের মাথার উপর কি তাহলে কোনই ছাদ থাকবেনা! এটাই হলো সেই নিঠুর নিয়তির বিধান…
ভাগ্য কপালে লিখা থাকেনা, কপালে ভাগ্য লিখে নিজের দুইহাত। আর সেই ভাগ্য ভোগ বিলিন করে দিয়ে নিঠুর হাসি দেয় #বিধান সৃষ্টিধর ওই নিয়তি। নিরাশার যন্ত্রণা ভুলতে আবারো নিজেকে বিলিন করে দিয়ে কপালে ভাগ্য লিখে দুই হাত। ভোগের কালে আবারো “নিয়তি”
My Dear Young Warrior নিজ কপালে ভাগ্য লিখতে গিয়ে যেই কর্ম সাধন হলো, সেই কর্মফল তৈরি করছে সমাজের এক একটা স্তম্ভ। আর নিয়তির নিঠুর হাসি ছিলো বলেই কপালে ভাগ্য লিখেছিলো দুই হাত। ভোগ সুখ যদি পেয়েই যেতো, চাওয়া গুলি যদি পাওয়া হয়েই যেতো তাহলে তো তোদের এই প্লানেট টাই হয়ে যেতো আরেক স্বর্গ। ডিকশনারি থেকে মুছে যেতো ‘মনের আশা’ জীবনের মাইলস্টোন, বেচে থাকার সংকল্প… ইত্যাদি শব্দগুলি
-R.Az