ভরা নদীর বাঁকে রে বন্ধু
ঢেওয়ে ঢেওয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে
কেঁদে উঠে মন প্রাণ
মনে রেখো কেবল…
-জেমস
!
মাঝরাতে ঘুম ভেংগে যায়
মনে হয়
জীবনের কত কাজ সারা হয়ে গেলো
আরো কত বাকী রয়ে গেলো

Leave a Reply