Poem Collections!
One of our great collections is this poem collection from M. Nahid. M. Nahid stands out as a leading voice in modern Bengali poetry. His collections have gained praise both locally and globally, shaping the way we see today’s literary scene. As interest in Bengali poetry grows worldwide, Nahid’s work offers a rich glimpse into culture, society, and personal reflection.
বিধাতা ও জনক জননী
.
গীতি কবিতা
মির্জা নাহিদ হোসেন
.
স্বাক্ষী আছে চন্দ্র -তারা,
স্বাক্ষী সবুজ বন।
খেয়ালী বাতাসের নিঃসন্গতায়
স্বাক্ষী অবুঝ মন।।
.
মা আমার মতো কস্ট ধারণ কোন সন্তান করেনি
মা আমার মতো যন্ত্রনা বুকে আর কেও পোষে নি।
স্বাক্ষী আছে চন্দ্র -তারা
স্বাক্ষী সবুজ বন
খেয়ালী বাতাসের নিঃসন্গতায়
স্বাক্ষী অবুঝ মন।।
.
বাবা তোমার ছেলে তোমার মতো হতে চেয়েছে
ভালোবাসে কতো হ্যামলেটের মতো জানাতে চেয়েছে।
বাস্তবতার নির্মমতায় যখন আমি কাদিঁ,
মনে পরে যায় শৈশবের দিন
বাবা তোমায় আমি খুজিঁ।
স্বাক্ষী আছে চন্দ্র -তারা,
স্বাক্ষী সবুজ বন।
খেয়ালী বাতাসের নিঃসন্গতায়
স্বাক্ষী অবুঝ মন।।
.
লজ্জা, দ্বিধা, আর্তনাদের কথা জানাতে পারিনি
চির দুঃখী তোমাদের মনে দুঃখ বাড়াতে চায় নি।
স্বাক্ষী আছে চন্দ্র -তারা,
স্বাক্ষী সবুজ বন।
খেয়ালী বাতাসের নিঃসন্গতায়
স্বাক্ষী অবুঝ মন।।
.
ক্ষমা করে দিও বিধাতা আমার চির অপরাধী আমাকে।
তোমার খেয়ে,তোমার পরে তোমার নিন্দা করেছে।
স্বাক্ষী আছে চন্দ্র -তারা,
স্বাক্ষী সবুজ বন।
খেয়ালী বাতাসের নিঃসন্গতায়
স্বাক্ষী অবুঝ মন।।
অসাধারণ।