ঋণ ও চিন্তামুক্ত হওয়ার দু’আ………..
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি
ওয়াল আঝজি ওয়াল কাসালি
ওয়াল জুবনি ওয়াল বুখলি
ওয়া জালাইদ’দাইনি
ওয়া গালাবাতির রিজাল।
হে আল্লাহ্ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা -ভাবনা থেকে,
অপারগতা ও অলসতা হতে,
কৃপণতা ও কাপুরুষতা থেকে,
অধিক ঋণ থেকে ও দুষ্টু মানুষের প্রাধান্য থেকে।
[সহিহ বুখারী]
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মিওয়াল হুযনি
ওয়া আউযুবিকা মিনাল আঝজি ওয়াল কাসালি
ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি
ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি
ওয়া ক্বাহরির রিজাল।
হে আল্লাহ্ তোমার কাছে চিন্তা -ভাবনা থেকে মুক্তি চাই,
অপারগতা ও অলসতা হতে বাঁচতে চাই,
কৃপণতা ও কাপুরুষতা থেকে পরিত্রাণ চাই,
ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি (ক্রোধ) থেকে মুক্তি চাই।
[আবু দাউদ]
ঋণ পরিশোধের শ্রেষ্ঠ দু’আ………
আল্লাহুম্মাক ফিনি বি হালা-লিকা ‘আন হারা-মিকা ওয়াগনীনী বিফাযলিকা ‘আম্মান সিওয়াক।
হে আল্লাহ্! তোমার হালাল জিনিস দ্বারা অভাব পূরণ কর। হারাম দ্বারা নয়, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,,,
উপরোল্লেখিত দুয়ায় তোমার ঘাড়ে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ্ তোমাকে মুক্ত করবেন।
[তিরমিজি]
…….কঠিন চিন্তা ভাবনার ৩ টি দু’আ…….
১. লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ
=>আল্লাহ্ তা’আলার শক্তি সামর্থ ছাড়া কারো কোন নিজস্ব শক্তি সামর্থ নেই।
[বুখারি, মুসলিম, তিরমিজি]
২. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন চিন্তায় পড়তেন তখন সিজদারত অবস্থায় বারবার এই দু’আ পরতেন….
ইয়া- হাইয়্যু ইয়া কায়্যুমু বিরাহমাতিকা আস্তাগীস।
=>হে চরঞ্জিব ও চিরস্থায়ী, আমি তোমার দয়ার উসিলায় সাহায্য প্রার্থনা করছি।
[তিরমিজি]
৩. সুবাহানাল্লাহিলআজিম
=>মহান আল্লাহ্ তা’আলা অতি পবিত্র।