কিছু মজার ঘটনাঃ
১) গলায় মাছের কাঁটা আটকে
গেলে
ভয় পাবেন না । অর্ধেকটা লেবু
নিয়ে
রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে
নেমে যাব।
.
২) পিঁপড়া শশা অপছন্দ করে।
পিঁপড়ারউপদ্রবে শশা ব্যবহার করে
দেখতে
পারেন।
.
৩) ডিম তাড়াতাড়ি সেদ্ধ করতে গরম
পানিতে লবন ব্যবহার করতে পারেন।
.
৪) কাপড়ে চুইংগাম ? কীভাবে দূর
করবেন ?
চিন্তার কোন কারন নেই। কাপড়কে
এক
ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
চুইংগামের গুষ্টি শুদ্ধ দূর হবে।
.
৫) সাদা কাপড়কে আরো সাদা
করতে
চান ?
গরম পানিতে লেবুর টুকরা দিয়ে ১০
মিনিট
ডুবিয়ে রাখলেই হবে।
.
৬) কাপড়ে কালি পড়ে গেছে ?
চিন্তার কারন নেই। টুথ পেস্ট ঢেলে
দিন।
ভাল করে শুকান। তারপর ধুয়ে ফেলুন।
।।
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Reply